প্রকাশিত: Sat, Dec 16, 2023 12:11 AM
আপডেট: Wed, Jul 2, 2025 10:22 AM

[১]আসন বণ্টন নিয়ে ইনু বললেন, আমরা বিনয়ের সঙ্গে আসন পুনর্বিবেচনার দাবি করেছি

মাসুদ আলম: [২] আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে ৭টি আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এটিকে প্রাথমিক প্রস্তাব বলছেন শরিকের অন্যতম নেতা জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, আমু ভাইয়ের প্রস্তুাবটি প্রাথমিক প্রস্তাব, যা এ মুহূর্তে পূনর্বিবেচনার জন্য আমরা ফেরত পাঠিয়েছি।

[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

[৪] তিনি আরও বলেন, আমরা বিনয়ের সঙ্গে আসন পুনর্বিবেচনার দাবি করেছি। আমরা বলেছি, যে ৭টি আসনের প্রস্তাব করা হয়েছে সেটা আর একটু বাড়ানো দরকার এবং জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করার আহ্বান জানিয়েছি। আমরা আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।

[৫] যদি সমঝোতা না হয় তাহলে কি করবেন জানতে চাইলে ইনু বলেন, ‘পুনর্বিবেচনার কি ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দেব।’ সম্পাদনা: ইকবাল খান